রাজিবুল ইসলাম রক্তিম,বগুড়াঃ আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া শেরপুর উপজেলায় বারদুয়ারী হাট, শেরপুর পৌরসভাস্থ সকাল বাজার, শেরুয়া বটতলা বাজারে বাজার মনিটরিং কে পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকৎ আলী শেখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে অন্যান্য টীমের মধ্যে ছিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম এবং শেরপুর থানার পুলিশ সদস্য বৃন্দ।
এসময় বাজার মনিটরিং টিমের সদস্যরা পিয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারদর পর্যবেক্ষণ করেন এবং দব্রমূল্য স্থিতিশীল রাখতে মাইকিং করে জনসচেতন মূলক কার্যক্রম চলায় এবং জনগণকে মাস্ক পরিধান করে চলাফেরা করার নির্দেশ দেন।
এরপর তারা উপজেলার কৃষ্ণপুর বাজারে আবু হুরাইরা রাইস মিলে অভিযান পরিচালনা করেন সেইখানে পাটের ব্যাগের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে মিল মালিককে ৫০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকৎ আলী শেখ সাথে কথা হলে তিনি জানান, জনগণের স্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।