স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ১২নম্বর ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে শহরের ঠনঠনিয়া বাসষ্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুর রহিম প্রামানিক।
উদ্বোধনকালে কাউন্সিলর বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১২ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িত কর্মীদের সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে। সেই সাথে করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এসময় অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য আহব্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মোছা. রেহেনা বেগম, মোছা. বেলি বেগম, সাব্বির আহম্মেদ, মোসলেম উদ্দিন সবুজ ও মামুনুর রশিদ পেস্তা প্রমুখ।