শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, মহামারি কোভিড-১৯ মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে খাদ্য সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও বাংলাদেশের কৃষকরা খাদ্য উৎপাদন অব্যাহত রাখার ফলে দেশে কোনও বিপর্যয় ঘটেনি। মানুষের সাময়িক কিছুটা কষ্ট হলেও দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দেবে কৃষক।’
মঙ্গলবার (১৫ নভেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা সোপান প্রাঙ্গণে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, ‘‘বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বাংলার মানুষ ও বাংলার মাটি থাকলে এ দেশ সোনার বাংলায় রূপান্তর হবে।’ বঙ্গবন্ধু কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। এ দেশের কৃষকরা যুগ যুগ ধরে উৎপাদন অব্যাহত রেখে দেশকে খাদ্য নিরাপত্তা এনে দিয়েছেন। আর দেশের কৃষিকে আধুনিকায়ন, কৃষকদের নানান ধরনের প্রণোদনা ও বৈশ্বিক চাপ উপেক্ষা করে তাদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার।’’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে-দেশের এক ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না। আবাদি জমির পাশাপাশি বাড়ির আশপাশে সবজি চাষ, পুকুরে মাছ চাষ, রাস্তার দুই পাশে ফলদ গাছ উৎপাদন করতে হবে। এর মাধ্যমে একদিকে খাদ্য উৎপাদন বাড়বে ও মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। কৃষি উৎপাদন বাড়ালে কোনও ধরনে সংকট বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ।’
সাঁথিয়া পৌরসভা কর্তৃক বাস্তবায়িত রাস্তাঘাট পাকাকরণ, বাসস্ট্যান্ড নির্মাণ ও সাঁথিয়া তাঁতিবাজারের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে শামসুল হক টুকু বলেন, ‘‘বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী জনগণকে উন্নত নাগরিক জীবন উপহার দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ‘অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে’ বলে মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। অথচ এই বিশ্বব্যাংক দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। আমরা জাতির জনকের কন্যা শেখ হাসিনার ঘোষণায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি, এরপর তারাই আজ আমাদের প্রশংসায় পঞ্চমুখ।’’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।