নিজস্ব প্রতিনিধি উত্তরবঙ্গঃ বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত ৫ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া ৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাকস্বাধীনতার পক্ষে প্রধান কণ্ঠস্বর তাই তিনি আজ প্রতিহিংসার রাজনীতির শিকার।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, খাইরুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নতুন আহমেদ খান রুবেল, জেলা কৃষক দলের আহ্বায়ক আকরাম হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ন আহবায়ক সরকার মুকুল সহ অসংখ্য নেতা-কর্মী।
বিকেলে বগুড়া শহরের টিএমএসএস অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি পক্ষ থেকে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাথে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।