পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় আলমদী গ্রামের আলমদী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় আলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান সম্পন্ন হয়। এলাকার ৪৫ টি নির্বাচিত অসচ্ছল ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র সংগেঠনের আহ্বায়ক আশরাফুজ্জামান ফয়সালের সভাপতিত্বে ও ওয়াজেদ নবী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফুর রহমান। অনুষ্ঠান উদ্ধোধন করেন বুরুধিয়া ইউনিয়ন যুবলীগ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য হালিম আশরাফী।
আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জালী, সমাজসেবক শামছুল হক মাস্টার, মতিউল ইসলাম লিংকন সাবেরী, গোলাম মোস্তফা, ভূমি অফিসার হাবিবুর রহমার আপন, ফজলে রাব্বী, কবি গোলাপ আমিন, রায়হান কবির, আলমদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ।
আলমদী মানব কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, আলী হোসেন, মিনহাজ উদ্দীন, নুরুজ্জামান আকন্দ, ইমরান হোসেন, সাদ্দাম হোসেন, ইয়াসিন আহমেদ, মুজিবুর রহমান, কামাল হোসেন, জাকির হোসেন রাব্বী, মোস্তাকিম, পারভেজ রাব্বী, গিয়াস উদ্দীন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী সদস্যেদের মাঝে সৌদি আরব থেকে আল-আমিন, কামাল হোসেন, রুবেল, জুয়েল, রাসেল, এনামুল, শাহীন, হাবিব, শাহাদাত এবং সিঙ্গাপুর থেকে ইমাম হোসেন মহসীন ভিডিও কনফারেন্সে য়ুক্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অথিতি মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফুর রহমান বলেন, আজকের এই মহান বিজয় দিবসে দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি ও বিন্ম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগঠনের সহযোগিতায় গরীব-অসহায় ও শীতার্তদের মাঝে এসব শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। এটি একটি মহৎ কাজ। এমন ধরনের মহৎ কাজ চলতে থাকুক।
অনুষ্ঠানে হাঁড়িভাঙ্গা, যার আছে সে নেই, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, পত্র কুইজ, কুইক কু্ইজ ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সভাপতির সমাপনী ভাষণের মধ্য দিয়ে সন্ধ্যায় ৬ টায় সমাপ্ত হয়।