নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরো ছয় মাস বাড়িয়েছে আইন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শর্তসাপেক্ষে আরো ছয় মাস দিয়ে দিয়েছি। আগের যে শর্ত সেই শর্ত সাপেক্ষে ছয় মাস শেষ হওয়ার দিন থেকে সাজা স্থগিত রেখে নির্বাহিী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ শে মার্চ শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে ছয় মাসের জন্য সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়েছিল। সাজা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আগের শর্তেইআরো ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মতামত দেওয়া হয়েছে। এই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুটি দুর্নীতি মামলায় তার সাজা ৬ মাস স্থগিত করে খালেদা জিয়াকে গত ২৪ মার্চ মুক্তি দেওয়া হয়। তার মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এ অবস্থায় তার মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকে নতুন করে আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা আইন মন্ত্রণালয়ে পাঠায় মতামতের জন্য। আইন মন্ত্রণালয় তাদের মতামত দিয়ে নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।