প্রত্যয় ডেস্ক: সারাবিশ্বে বেড়েই চলেছে করোনার প্রকোপ। গত একদিনে বিশ্বে আড়াই লক্ষাধিক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ লাখ ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে ছয় হাজারের বেশি মানুষ। মোট প্রাণহানি বেড়ে ৭ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।
আজ (বুধবার) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডাওমিটারের তথ্যানুযায়ী, করোনায় ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ২ লাখ ৫৩ হাজার ৮৪২ জন। মোট মৃত্যু ৭ লাখ ৮৪ হাজার ৩৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৬ হাজার ৩১২ জন। ভারতে সংক্রমণ ও মৃতের সংখ্যা আবারো বেড়েছে।
আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪ হাজার। মারা গেছে ১৩শ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার। এদিকে ব্রাজিলে নতুন করে ৪৮ হাজার সহ মোট আক্রান্ত ৩৪ লাখ ১১ হাজার। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ১০ হাজার।
এছাড়া তৃতীয় স্থানে থাকা ভারতে একদিনে আক্রান্ত ৬৫ হাজার। মারা গেছে ১১শ জন। এনিয়ে মোট প্রাণহানি ৫৩ হাজার। মহারাষ্ট্র, দিলিসহ বিভিন্ন রাজ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা এবং পেরুতে নতুন ১০ হাজারসহ আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। ফ্রান্সে নতুন করে সংক্রমণ বাড়ায় পহেলা সেপ্টেম্বর থেকে বেশিরভাগ কর্মস্থলে মাস্ক বাধ্যতামূলক করছে দেশটির সরকার। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে এখন বিশ্বের ২১৫ দেশে।