বিশ্ব নদী দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রবিবার সকালে বগুড়া ওয়াইএমসিএ’র অডিটোরিয়ামে পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি)’র আয়োজনে এবং এএলআরডি এর সহযোগিতায় কৃষি অর্থনীতি, জীবন-জীবিকা ও পরিবেশ রক্ষায়, নদী সুরক্ষায় রাষ্ট্রের ও নাগরিকদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়া’র প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত (সাঈদ) এর সার্বিক পরিচালনায় আলোচনাতে পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন উত্তরা ল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, জনকন্ঠের বগুড়া অফিসের সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক, বগুড়া এনজিও ফোরামের রিজিওনাল কো-অর্ডিনেটর ড. রেজওয়ানুর রহমান, সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বি ডলার, ব্রাকের জেলা সমন্বয়কারী বাবলী আক্তার সুরাইয়া, সিডিএলএস এর প্রধান নির্বাহী আব্দুল খালেক, রফিকুল আলম, মানবাধিকারকর্মী কানিজ রেজা এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। সভায় ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে নদী রক্ষায় করনীয় এবং দেশব্যাপী নদীর বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরেন বেসরকারী সংস্থা স্বপ্ন’র নির্বাহী প্রধান জিয়াউর রহমান জিয়া। সভায় বক্তারা বগুড়া শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা করতোয়া নদীর বর্তমান বেহাল অবস্থার চিত্র তুলে ধরেন।
তারা বলেন সময় এসেছে ইতিবাচক পরিবর্তনের। দ্রততম সময়ের মাঝে নদীগুলোকে তাদের পুরোনো রুপ ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে যেখানে অবশ্যই থাকতে হবে রাজনৈতিক অঙ্গিকার এবং কর্তৃপক্ষের সদিচ্ছা। শুধুমাত্র আলোচনা কিংবা প্রতিশ্রতির মধ্যে সীমবদ্ধ থেকে নয় দখল ও দূষণমুক্ত করার মাধ্যমে সকলকে সাথে নিয়ে নদীকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার ব্যবস্থাপনায় ছিলেন পিইউপি’র কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মোঃ মাসরুকুল ইসলাম