সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: ১৬ ডিসেম্বর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদ আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বুড়ির ডাঙ্গা ইউনিয়নে বিজয় উৎসব উদযাপন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপনের লক্ষ্যে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও শাপলা যুব সংঘের যৌথ উদ্যোগে ৪ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।
বাবু প্রভাত কুমার রায় ও বাবু প্রসেনজিৎ সরদারের সঞ্চালনায় বিজয় দিবসের অনুষ্ঠান পরিচালিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, বিস্কিট দৌড়, বলিবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন।
বিজয় দিবস উপলক্ষে ০৪ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু কানুপ্রিয় সরদার,সহকারী অধ্যাপক শাপলা যুব সংঘ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু নিখিল চন্দ্র রায়, সাবেক চেয়ারম্যান বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু উদয় শংকর বিশ্বাস, চেয়ারম্যান ২ নং বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস সংহ্মেপে বলেন সর্বপ্রথম স্মরণ করি সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা একটি স্বাধীন রাষ্ট্র। স্মরণ করি বঙ্গবন্ধুকে যার জন্য স্বাধীন বাংলাদেশের জন্ম।বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার একমাত্র আওয়ামীলীগ।চারিদিকের উন্নয়ন একমাত্র আওয়ামীলীগ করেছে।সকলে একত্রিত হয়ে আওয়ামীলীগকে শক্তিশালী করে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্ধেন্দু শেখর বিশ্বাস, সভাপতি বুড়ির ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ।বাবু প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রতিষ্ঠাতা শাপলা যুব সংঘ।বাবু মিহির রায় সভাপতি বুড়ির ডাঙ্গা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির। বাবু পরমানন্দ বিশ্বাস, সাবেক সভাপতি শাপলা যুব সংঘ।বাবু বিবেকানন্দ হালদার, সাবেক সভাপতি শাপলা যুব সংঘ।নারী ওয়ার্ড সদস্য চন্দ্রীকা রায়,এছাড়াও রয়েছেন ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য, নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।