স্পোর্টস ডেস্ক:ডি ভিলিয়ার্স কে আবারো অধিনায়ক হিসেবে চায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ।
২০১৮ সালের মে মাসে জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবিডি ভিলিয়ার্স । অবসরের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তিনি আবারো অবসর ভেঙে ফিরবেন জাতীয় দলে। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভিলিয়ার্স নিজেই স্বীকার করেছেন জাতীয় দলে ফেরার কথা । ক্রিকেট বোর্ড তার কাছে অনুরোধ করেছে আবারো তার নেতৃত্ব ফিরিয়ে নেওয়ার জন্যে ।
কিন্তু এই বিধ্বংসী ব্যাটসম্যান এখনি জাতীয় দলে ফিরতে চান না।বরং নিজের পূর্বের ফর্ম ফিরে পেলে তবেই ফিরতে চান জাতীয় দলে ।দল থেকে অবসর নিলেও নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ খেলেছেন তিনি । এ ব্যাপারে এক সাক্ষাৎকারে ভিলিয়ার্স বলেন , ” জাতীয় দলের হয়ে খেলাটা অনেক গর্বের তবে । ক্রিকেট বোর্ড থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যেনো আমি আবার দলের নেতৃত্ব নেই । কিন্তু আমার কাছে এটার চাইতে বড় নিজেকে ফিরে পাওয়া । আমার সাথে প্রতিযোগী আছে সবার চাইতে আমার পারফরমেন্স ভালো হলেই তবে নিজেকে একাদশে খেলার যোগ্য মনে করব ।
তিনি আরো বলেন , ” আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি বেশ কিছুদিন হলো জাতীয় দলের হয়ে খেলছি না । তাই সবার আগে আমার এটা নিশ্চিত করা জরুবি যে আমি আমার সামর্থ অনুযায়ী পারফর্ম করতে পারছি যেনো মানুষ মনে করে যে আমি আমার জায়গার জন্যে উপযুক্ত আছি।”
এর আগেও অবশ্য প্রোটিয়া কোচ মার্ক বাউচার ভিলিয়ার্সের ফেরা প্রসঙ্গে বলেছিলেন । ফর্ম ঠিক থাকলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ডি ভিলিয়ার্স কে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি ।
সাউথ আফ্রিকার হয়ে এ পর্যন্ত ১১৪ টি টেস্ট ম্যাচ , ২২৮ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৭৮ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি ।