ওয়েব ডেস্ক: ভোলা সদর উপজেলা থেকে পাঁচজন ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’কে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৭ বোতল ফেন্সিডিল, ১৭ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, নগদ ৩২ হাজার ৮০ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ১১টার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এদিন মধ্যরাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী।
আটককৃতরা হলেন—মো.শহিদুল ইসলাম ওরফে শহীদ বেপারী (৪৫), মো. সাকিব (২৫), মো. রিপন (২৪) মো. রাজিব (২২) ও মো. আরিফ (২০)। তারা সবাই ওই একই গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট লেফটেন্যান্ট মুফতাদিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নৌবাহিনী, র্যাব ও পুলিশ যৌথভাবে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মাদক ব্যবসায়ী মো. শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি করে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, একটি দেশীয় ধারালো অস্ত্র, নগদ টাকা ও ৬টি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট মুফতাদিউল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।