বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানীর কয়েকটি হোটেল ও মেসে অভিযান চালিয়েছে পুলিশ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।
তবে রাত ১২টা পর্যন্ত এসব স্থান থেকে কোনো জঙ্গি সদস্য গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বলেন, জঙ্গিদের পাশাপাশি অন্য অপরাধীদের ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের কাছে তথ্য ছিল, নাশকতার উদ্দেশ্যে জঙ্গিরা আবাসিক হোটেলে অবস্থান করছে। এর ভিত্তিতে সন্ধ্যা থেকে হোটেলের আশপাশে নজরদারি বাড়ানো হয়। রাত ৯টার দিকে মূল অভিযান শুরু হয়।’
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বনানীর কয়েকটি হোটেল ও মেস ঘিরে অভিযান চালানো হয়।
কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কাউকে আটক করা হয়নি। তবে এ অভিযান চলবে।’