নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে এক প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার। ওই প্রতারক মহাখালীর নিউ ডিএসএস এলাকার বাসিন্দা নাঈম মাসুদ খান, পিতা- মাসুদুল হোসেন।
ভুক্তভোগী মোঃ ফরহাদ রেজা প্রতারনার শিকার হয়ে গত ২/১১/২২ তারিখে কাফরুল থানায় সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নং- ১৪১/২২।
সাধারণ ডাইরীতে ফরহাদ রেজা উল্লেখ করেন, বিবাদী (১) নাঈম মাসুদ খান, পিতা- মাসুদুল হোসেন খান, সাং হোল্ডিং ১০৫, রোড-৬, নিউ ডিএসএস, মহাখালী A/P এর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে পার্টনারে ব্যবসার কাজে বিভিন্ন সময় ২০২০ হইতে ২৫০০০০০ (পঁচিশ লক্ষ) টাকা প্রদান করি। বিবাদী ব্যবসার লভ্যাংশ হিসাবে আমাকে ১৫০০০০ (এক লক্ষ) পঞ্চাশ হাজার টাকা ফেরত প্রদান করে। গত ২০/০৮/২০২২ রাত ১০ ঘটিকায় তার বাসার সামনে ব্যবসায়ীক টাকা ফেরত চাইলে বিবাদী আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বিবাদী আমাকে ট্রাষ্ট ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চ এর একটি চেক প্রদান করেন।
ফরহাদ রেজা দৈনিক প্রত্যয়কে অভিযোগ করেন, ‘আমার ফ্যামিলিটা এই প্রতারক চক্র ধ্বংস করে দিয়েছে। শুধু আমাকে নয় আমার মতো এরকম অনেক ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। এরা টার্গেট করে মহিলাদেরকে। যে মহিলা একবার চক্রের হাতে আটকে যায় তাকে নিঃস্ব করে ছেড়ে দেয়। না জানি আরো কত ফ্যামিলিকে নিঃস্ব করেছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে অভিযোগ নিয়ে ডিএসএস এর কাউন্সিলর কর্নেল কাদেরের অফিসে গিয়েছি। কাফরুল থানায় গিয়েছি। কোন ভাবেই টাকা উঠানো যাচ্ছে না তার থেকে। উল্টো তার বাসায় গেলে হুমকি-ধামকি দেয়। এখন শুধু মামলা করার বাকি আছে। কিন্তু আমি যে মামলা চালাব সেই অবস্থায় নাই এখন আমি।’
রেজা আরও বলেন, ‘নিঃস্ব হয়ে খুব কষ্টে আছি। এই টাকার টেনশনে আমার আম্মা স্টক করেছে। দুই মাস ধরে হাসপাতালে ভর্তি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না।’