নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে গিয়ে দুটি পৃথক সংঘর্ষে দুই উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়। এতে মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ দুই উপজেলায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। জেলার পাকুন্দিয়ায় ফুল দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন ও জেলার বাজিতপুরে শোভাযাত্রায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। পাকুন্দিয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-কিশোরগঞ্জ রোডে চলাচলকারী অনন্যা পরিবহন নামের এক যাত্রীবাহী বাসে আগুন দেয়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।
পাকুন্দিয়া : জেলার পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া কে কেন্দ্র করে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ এমপির কর্মী সমর্থক ও সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট সোহরাব উদ্দিন এর কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দু’পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর এলাকা। এতে মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ দু’পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর কিছুক্ষণ পর দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-কিশোরগঞ্জ রোডে চলাচলকারী অনন্যা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আগেই বাসটি পুড়ে যায়।
বাজিতপুর : কিশোরগঞ্জে বাজিতপুরে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। অন্য দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও শোভাযাত্রা বের করেন। পরে দুই দলের শোভাযাত্রা টি শহরের টিএন্ডটি সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি হলে উত্তেজনাকর স্লোগান দেওয়া হয়। এমন সময় একপক্ষের শোভাযাত্রা থেকে অন্য পক্ষের শোভাযাত্রায় ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মূহুর্তে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আধঘণ্টা চলা এই সংঘর্ষে দুই দলের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। এরপর চালমহল এলাকায় পৌর বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।