প্রত্যয় ডেস্কক, ক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার জেলার মহেশখালী ফেরিঘাটে দৃশ্যমান স্থানে সেবামূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থা না থাকায়, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানিসহ যাত্রীদের রশিদ না দেয়ার অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ উদ্যোগে কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটের সংশ্লিষ্টই ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১৬সেপ্টেম্বর কক্সবাজার-মহেশখালী ফেরিঘাটের অনিয়মসহ দৃশ্যমান স্থানে সেবামূল্য প্রদর্শন না করায়, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, যাত্রীদের রশিদ না দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ঘাট ব্যবস্থাপনায় বিআইডব্লিউটি এর সকল আইন মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তাছাড়াও মোবাইল কোর্টের উপস্থিতিতে হোসেন ব্রাদার্সে কিছু ১০ টাকা মূল্যের নকল স্ট্যাম্প পাওয়া যায়, যার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ, সহকারী পরিচালক ভোক্তা অধিদপ্তর কর্তৃক ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্টাম্পগুলো জব্দ করা হয়। তিনি জানান যদি পরবর্তীতে এধরণের কাজ করে তাহলে আরো কঠোর শাস্তি দেয়া হবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
এই সত্যাতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা
ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ইমরান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু