সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: সন্ধ্যা থেকেই মোংলার আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোছটা। যেন কেউ টর্চলাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছে আকাশের বুকে।
দৃশ্যটি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ। জেলাব্যাপী এই দৃশ্য দেখা যাও যাওয়ায় বিষয়টি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকছটার ছবি তুলে ফেসবুকে পোষ্ট করতে থাকেন সাধারণ মানুষ। সেই সাথে বিস্ময় প্রকাশ করেন তারা।
এ বিষয়ে ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, আকাশে অদ্ভুত আলো।
অনেকে পোষ্ট করে লিখেছেন, এটা কৃত্রিম কোন ড্রোন বা স্যাটালাইট।
আবার লিখেছেন, মহান আল্লাহ পাক ভালো জানেন।
বিষয়টি নিয়ে সবাই যখন অন্ধকারে তখন মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালি বলেন, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি বস্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। সেটি অন্যকিছুও হতে পারে। এটা এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।