রাঙামাটি প্রতিনিধি: নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার । ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রাঙামাটি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মনন্ত্রনালয় এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজম্মানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা চেয়ারম্যান মো.শহিদুজ্জমান মহসিন (রোমান ) উক্ত সেমিনার অনুষ্ঠানে অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নুরুজম্মান প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের কার্যাবলী /পদক্ষেপ /দপ্তর/সংস্থা/ এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো(বিএমইটি) কার্যাবলী তুলে ধরেন।
তিনি জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো(বিআইটি) ওয়েজ র্আর্নাস কল্যানাের্ডের মুল কার্যাবলী এবং বাংলাদেশ ওভাসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লি:(বোয়েসেল) এর মুল কার্য্যবলী ,প্রবাসী কল্যান ব্যাংক,বিদেশ যাওয়ার পুর্বে যে সব বিষয় জানতে হবে ।
পরে ভিডিও প্রর্দশনীতে বিস্তারিত কার্যাবলী হল: অসাধু চক্রের মাধ্যমে বিদেশ গেলে কি কি ঘটতে পারে । দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য করণীয়,দক্ষতা অর্জন মন্ত্রনালয়ের আওতায় দক্ষতা অর্জনের সুযোগ সমুহ । নিরাপদ অভিবাসনের চ্যালেঞ্জসমুহ ,দালাল চক্রের দৌরাত্ব রোধ করা এবং দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্মান দুই-ই মেলে। জেনে শুনে বিদেশ গেলে, সুখ সম্মান দুই-ই ,ফ্রি ভিসা বলে কিছু নাই, ধোকা দিয়ে অধিক অর্থ আদায় ও জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ এখন আপনার হাতের নাগালে ।