রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর (৯ সেপ্টেম্বর) তিনটার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বেলা তিনটার পর আগুন ধরলেও বিকেল পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। বিকেল ৫টায় পর্যন্ত আগুন জ্বলছিল। স্থানীয়দের ধারণা, আগুনে দোকানপাট ও বসতঘরসহ ৪৭টি দোকানপাট পুড়ছে।
জুরাছড়ির স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমা জানিয়েছেন, আগুনে বসতঘরসহ ৪৭ টি দোকানপাট পুড়ছে। ।
আগুনের ঘটনার নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, দুপুরের পর আগুনের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ২০-২৫ দোকান পুড়েছে। কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির হবে বলে দাবি করেন নি।
রাঙামাটির জেলার দুর্গম উপজেলা জুরাছড়িতে যাতায়াতের একমাত্র পথ নৌপথ। পানিবেষ্ঠিত জুরাছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস কিংবা নৌপথ ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় পানি দিয়ে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। যে কারণে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না।