নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি বজ্ঞিান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী প্রধান র্কাযালয়রে সভা কক্ষে ৮ ডসিম্বের বুধবার ২০২১ সকাল ১১ ঘটকিায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয়রে ফরস্ট্রেি এন্ড এনভায়রনমন্টোল সায়ন্সে বভিাগ এবং এর সাথে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষরতি হয়ছে।
অংশীদারী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে রাঙ্গামাটি বজ্ঞিান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয়রে ভাইস-চ্যান্সলের প্রফসের ড. প্রদানন্দেু বকিাশ চাকমা। অনুষ্ঠানে প্রোগ্রামরে কনসালটন্টে ও আরণ্যক ফাউন্ডশেনরে সাবকে নির্বাহী পরিচালক ফরিদ উদ্দীন আহমদে, প্রোগ্রামরে প্রজক্টে লীড ড. আবু মোস্তফা কামাল উদ্দীন, রাবপ্রিবি রেজিস্ট্রিার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা এবং রাবিপ্রবি ফরষ্ট্রি এন্ড এনভায়রনমন্টোল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. সুপ্রিয় চাকমা উপস্থতি ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে রাবিপ্রবি শিক্ষক ও র্কমর্কতারা অনুষ্ঠানে উপস্থতি ছলিনে।
অংশীদারী সমঝোতা চুক্তিতে প্রোগ্রামার পক্ষে প্রজক্টে লীড ড. আবু মোস্তফা কামাল উদ্দীন এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা স্বাক্ষর করনে।
এই অংশীদারী চুক্তির মাধ্যমে প্রোগ্রাম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এন্ড এনভায়রনমন্টোল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসরে বন ও প্রাকৃতকি সম্পদ ব্যবস্থাপনায় সহায়তা করবে। এছাড়াও এই চুক্তির মাধ্যমে গবেষনা পরচিালনা, গবেষনা প্রবন্ধ প্রকাশ, প্রশিক্ষন, কনফারেন্স, সেমিনার, ফলোশীপ, ওয়েবিনার প্রোগ্রাম, গবষেণা অনুদান ও শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট আয়োজনে প্রোগ্রাম সহযোগতিা করব। আগামী ২০২৪ সালের জুলাই র্পযন্ত এই অংশীদারী চুক্তির মেয়াদ কার্যকর থাকবে।