সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে শারদীয়া এ উৎসব।পাঁচ দিনের এ আনন্দ উৎসব আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে।ভক্তদের ভালোবাসায় মা দুর্গা সেজে উঠছেন আপন মহিমায়।প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে। শনিবার ১ অক্টোবর থেকে পাঁচ দিনের এ দুর্গা উৎসবে মেতে উৎবেন সকলে।সকলের আশা মা দুর্গা এবার ভক্তদের জন্য অনাবিল শান্তি নিয়ে আসবেন। ধ্বনিত হচ্ছে দেবীর আগমনী সুর, আসছে দেবী দুর্গা। অধীর অপেক্ষায় ভক্ত কূল।প্রানের টানে বরন করা হবে দেবী দুর্গাকে।মন্ডপে চলছে তারই আয়োজন।পূজার প্রস্তুতিকে ঘিরে জমজমাট মোংলার সকল পূজা মন্দিরগুলো।মোংলায় ৩৪ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা।
মোংলা উপজেলার সকল মন্দিরগুলো সরজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, মোংলা থানা ওসি মনিরুল ইসলাম,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার। বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড সদস্য, এবং পূজা মন্দির কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন উপজেলার মন্দির গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন মোংলার সকল পূজা মন্দিরগুলোতে আমাদের নজর থাকবে।এবং নিরাপত্তার সার্থে সকল পূজা মন্দিরে পর্যাপ্ত পুলিশ মোতায়ন এবং পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ সহ সেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে।