নিজস্ব প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে লংগদু উপজেলাধীন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারিদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাহাড়ের জননেতা খাদ্য মন্ত্রনালয় বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা অংসুইপ্রু চৌধুরী । জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় বিভিন্ন স্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।