প্রত্যয় নিউজডেস্ক: মর্মান্তিক এক ঘটনা! কেপটাউনে বাড়ির পাশেই লাশ হতে হলো দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ভারনন ফিলেন্ডার ভাইকে। কেপটাউনে বুধবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ফিলেন্ডারের ছোট ভাই তাইরন ফিলেন্ডার। দক্ষিণ আফ্রিকান কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে এই খবর।
কিন্তু কি কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তা এখনও বের করতে পারেনি পুলিশ। রাভেন্সমেডে নিজের বাড়ির পাশেই প্রতিবেশিকে পানি দিচ্ছিলেন তাইরন ফিলেন্ডার, এমন সময় হঠাৎ তাকে গুলি করে এক দুর্বৃত্ত।
রিভেন্সমেডের কমিউনিটি পুলিশ ফোরামের একজন মুখপাত্র জেলদা তানত্রাল বলেন, ‘কি ঘটেছে তারা বুঝতেই পারেনি। তারা উঠোনে পানি নিয়ে ব্যস্ত ছিল, এমন সময় গুলির শব্দ শুনতে পান।’
আফ্রিকান নিউজ এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন, ফিলেন্ডারের মা বনিতা এবং পরিবারের আরেকজন সদস্য তাদের ছেলেকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এই সময় ঘাতক দৌড়ে পালাচ্ছিল।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ফিলেন্ডার কঠিন এই সময়ে সবার সমর্থন কামনা করেছেন। ফিলেন্ডার বলেন, ‘আমাদের পরিবার আজ রাভেন্সমেডে নৃশংস এক খুনের সাক্ষী হয়েছে। এই কঠিন সময়ে পরিবারের সবাই একান্তে থাকতে চাই।’
দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার যোগ করেন, ‘এই খুন নিয়ে পুলিশি তদন্ত হচ্ছে। আমরা গণমাধ্যমের কাছে অনুরোধ করব, পুলিশকে যেন তদন্তের জায়গাটা দেয়া হয়। এই মুহূর্তে এই ঘটনা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। কোনো ধরনের গুজব আমাদের শোকগ্রস্ত পরিবারের সময়টা আরও কঠিন করে তুলবে। তাইরন সবসময়ই আমাদের হৃদয়ে থাকবে। তার আত্মা শান্তিতে থাকুক।’
দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকান দলে পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই ফিলেন্ডার। দেশের হয়ে ৬৪ টেস্টসহ মোট ১০১টি ম্যাচ খেলেছেন। ২২.৩২ গড়ে টেস্টে নিয়েছেন ২২৪ উইকেট। প্রোটিয়া ইতিহাসের টেস্ট উইকেটশিকারিদের মধ্যে সপ্তম স্থানে আছেন ফিলেন্ডার।