মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়:
আগামীকাল ৮ আগষ্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের দাবির মুখে পিছিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফাইনাল পরীক্ষা।
তবে মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য পূর্ব নির্ধারিত তারিখ (৮ আগষ্ট) থেকেই শুরু হবে পরীক্ষা।
আজ বিকালে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম (আসিফ নজরুল)।
সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা ১২ আগষ্ট এবং দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা ১৭ আগষ্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে মাত্র ৫ দিন সময় বাড়ানোয় খুশি নয় বেশির ভাগ শিক্ষার্থীই ।
উল্লেখ্য, পরীক্ষার পূর্বোল্লিখত সময়সূচির মাত্র ২৪ ঘন্টা আগেও সংশ্লিষ্ট গুগল ক্লাসরুম লিংক না পাওয়া সহ রয়ে যায় পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সমস্যা । পরীক্ষার রোল নম্বর এবং এডমিট কার্ড পায়নি অনেকেই। কারও কারও আবার ভর্তি কার্যক্রম ও সম্পন্ন হয় নি । অধিকন্তু, সমস্যার সমাধানকল্পে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব না পাওয়ায় শিক্ষার্থীদের অজানা শঙ্কার মাঝে পড়ে যায়। অবশেষে পরীক্ষা পেছানোর জন্য ডিপার্টমেন্টের নিকট আবেদন জানালে, আজ বিকালে মিটিংয়ের পর ডিপার্টমেন্ট থেকে এরূপ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ।