1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

শিগগিরই এফটিএ সম্পন্ন করতে সম্মত বাংলাদেশ-সিঙ্গাপুর

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৮৮ Time View

ওয়েব ডেস্ক: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করতে যত দ্রুত সম্ভব মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

বুধবার (১৬ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের তৃতীয় যৌথ পরামর্শক সভায় (এফওসি) এফটিএ করার বিষয়ে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে উভয়পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এফটিএ করার লক্ষ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে হওয়া সহযোগিতা স্মারক (এমওসি) চুক্তির অধীনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নিয়মিত কার্যক্রমের প্রশংসা করেছে উভয়পক্ষ। দুই দেশ অর্থনৈতিক সহযোগিতার বর্তমান গতিকে আরও ত্বরান্বিত করতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে সিঙ্গাপুরের পাঁচ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট সেক্রেটারি লিউক গো।

আট বছর বিরতির পর হওয়া এফওসিতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, কানেক্টিভিটি, ব্লু-ইকোনোমি, হালাল বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক সক্ষমতায় সহযোগিতাসহ সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেছে উভয়পক্ষ। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কৃষি, আইসিটি ও পারস্পরিক স্বার্থে আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় আলোচনায় স্থান পায়।

উভয়পক্ষ চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে জোর দেয়। দু’দেশের কৃষি প্রক্রিয়াকরণ এবং কৃষি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।

পররাষ্ট্রসচিব বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরকে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, চামড়া ও পাটজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিক, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য আমদানির জন্য বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান।

সিঙ্গাপুরকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী দেশ হিসেবে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন। পররাষ্ট্রসচিব পারস্পরিক সুবিধার জন্য সিঙ্গাপুরকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে এফডিআই করার বিষয়ে উৎসাহিত করেন।

বাংলাদেশ মানবসম্পদ উন্নয়নে সিঙ্গাপুর থেকে সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্রসচিব দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য দ্বিপাক্ষিকভাবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালনে সিঙ্গাপুরকে অনুরোধ করেন। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনাশিপে অন্তভুক্ত করার জন্য সিঙ্গাপুরের সহযোগিতা চান।

বৈঠকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..