মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর হতে কিচক টু পানিতলা ৮ কি.মি. রাস্তার বেহাল অবস্থা। রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না করায় এমনটি হয়েছে।
সরেজমিনে রাস্তাটিতে গিয়ে দেখা যায় খানাখন্দে ভরা ৮ কি.মি. রাস্তাটি দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পরতে হয় যাত্রী ও যানবাহন চালকদের। রাস্তাটি দিয়ে পায়ে হেঁটে চলাও দায়। একটু বৃষ্টি হলেই খানাখন্দে জমে থাকে পানি। আর চলতে গেলেই ঘটে দূর্ঘটনা, উল্টে যায় অটোভ্যান, রিক্সার মত ছোট ছোট যানবাহন।
এলাকাটি কৃষি প্রধান হওয়ায় প্রতিদিন কাঁচামাল বাহী গাড়ি পন্য নিয়ে উপজেলার বিভিন্ন হাটে যাতায়াত করে। রাস্তাটি খারাপ হওয়ায় সময়মত হাটে না পৌছার কারনে কাঁচামালের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। রাস্তাটির বেহাল অবস্থার কারনে দিন দিন ভোগান্তি বাড়ছেই। এছাড়া একাধিক মোড় থাকায় হরহামেশাই দূর্ঘটনা ঘটছে। বিকল্প আর কোন পথ না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে এলাকার লোকজন। দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
অটোরিকশা চালক সুলতান উদ্দিন বলেন, আমারা গরীব মানুষ, দিন আনি দিন খাই। রাস্তাটি খারাপ হওয়ায় গাড়ির পিছনে যে টাকা খরচ হয় তাতে আমাদের পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খাওয়া কঠিন। লোকজন ভয়ে গাড়িতে উঠতে চায়না।
এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন আলেমা বেগম। সম্প্রতি ভাঙ্গা রাস্তায় রিক্সা উল্টে আহত হন তিনি। তিনি বলেন মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম অটোরিকশায় করে। সামনে থেকে আর একটি অটোরিকশা আসলে তাকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাংগা অংশে আমাদের গাড়ির চাকা দেবে গিয়ে অটোরিকশা উল্টে যায়। অতে আরো যাত্রী আহত হন।
সবমিলে সড়কের বেহাল অবস্থার কারনে এলাকাবাসীর দূর্ভোগ চরমে উঠেছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে বগুড়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীর বলেন, জেলায় অনেক রাস্তার সংস্কারের কাজ চলছে। কিচক বন্দর হতে পানিতলা বাজার পর্যন্ত রাস্তাটি পর্যায়ক্রমে সংস্কার করা হবে।