মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার মুহতামিমকে মারপিট করে মাদ্রাসার প্রাঙ্গনের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার ফায়ার সার্ভিসের সামনে হেলিপ্যাড সংলগ্ন মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম সাইদুর রহমান (৩৮) কে পৌর এলাকার তেঘরি গ্রামের মৃত আব্দুল এর ছেলে জহুরুল ইসলাম সহ বেশ কয়েকজন বেধড়ক মারধর করে। এরপর মাদ্রাসার প্রাঙ্গনে লাগানো ৫ টি আমগাছ কেটে ফেলে।
মুহতামিম সাইদুর রহমান জানান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ভবন নির্মানের সময় ঠিকাদারের ম্যানাজার ১৮ টি কাঠের দরজা রেখে যায় মাদ্রাসায়। দরজাগুলো জহুরুল ইসলাম কৌশলে নেওয়ার চেষ্টা করে। দরজা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করে এবং গাছ কেটে ফেলে।
এ ব্যাপারে জহুরুল ইসলাম মুঠোফোনে জানান, মারপিটের বিষয়টি মিথ্যা তবে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি বলেন আমার জামাই সাইফুল ইসলাম ঐ ঠিকাদারের ম্যানাজারের নিকট থেকে ঘরে রং করা বাবদ টাকা পায়। সে জন্য আমি তার কাছে দরজা নিতে গিয়েছিলাম।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।