নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সরব হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। রোববার (৩১ অক্টোবর) বিএফডিসির সামনে চলচ্চিত্রের সকল সংগঠন সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহীন সুমন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, ওমর সানী, আলেকজান্ডার বো, মারুফ আকিব, কবিরুল ইসলাম রানা, সাদেক সিদ্দিকী, সায়মন তারিক, মাসুম বাবুল, আজিজ রেজাসহ অনেকে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সম্প্রতির এই দেশে সবাই থাকি মিলেমিশে। হানাহানি চাই না। ধর্ম যার যার সবাই মিলেমিশে থাকব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। সরকারের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে নিতে আমাদের সবাইকে সহায়তা করতে হবে।
এর আগে, শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সমাবেশ করেন টেলিভিশন সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের শিল্পী ও কুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) সদস্যরা। এসময় নাটক, মঞ্চ, সঙ্গীতসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন।