‘বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে’ এমন নিয়মের সর্বশেষ দিন যুক্তরাজ্য থেকে ৫ টি ফ্লাইটে ১৪ জন যাত্রী দেশে এলেন। ১৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ১৬ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তারা দেশে আসেন। তাদের প্রথমে আশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে এবং পরে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এ নিয়ে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তিন শতাধিক যুক্তরাজ্য ফেরত যাত্রীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। শনিবার (১৬ জানুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাইতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৯টি ফ্লাইটে মোট চার হাজার ৬৯৩ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য ফেরতদের ছাড়া বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শনিবার (১৬ জানুয়ারি) থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদেরকে ১৪ দিনের পরিবর্তে চারদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা সরকার নির্ধারিত ১৭টি হোটেলের যে কোনোটিতে নিজ খরচে চারদিন কোয়ারেন্টাইনে থাকার পর আরটিপিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভ আসলে তারা হোম কোয়ারেন্টাইনে আরও ১০ দিন থাকবেন। আর পজিটিভ আসলে তাদের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। সেখানে তারা নিজ খরচে চিকিৎসা গ্রহণ করবেন।