নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ অদ্য ১৯/০৯/২০২০ খ্রিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮৪ (চুরাশি) বোতল ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকা ও ০১ (এক) টি Hero Glamour-125cc মোটরসাইকেল, যার বাজার মূল্য আনুমানিক ১,২৫,০০০/-(এক লক্ষ পঁচিশ হাজার) টাকা সহ আসামী- ০১। মোঃ সুমন (২৮), পিতা- মৃত মোশারফ হোসেন ভুটু, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- তেলকুপি লম্বাপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব সন্তু বিশ্বাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ ইয়াসির আরাফাত, এএসআই(নিঃ)/ মোঃ শামছুল হক, মোঃ হুমায়ন কবির, কনস্টেবল/ মোঃ সাইফ ইকবাল রিয়েল, মোঃ মেকদাদুর রহমান, মোঃ আহসান হাবিব এবং মোঃ পারভেজ এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
এ সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন 1974 সালের 25B এর 1(b) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।