নিজস্ব প্রতিবেদক: দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণ প্রায় ৮৯ হাজার বন্দিকে করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচাতে তাদের স্বাস্থ্যগত বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামী ১৫ জুন পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ জুন পর্যন্ত সরকার কারাগারে অতিরিক্ত আটকদের সুরক্ষার বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে তা রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবীকে পর্যবেক্ষণ করতে বলেছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মৌখিকভাবে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে ৮৯ হাজার কারাবন্দিকে করোনাভাইরাস থেকে রক্ষা ও স্বাস্থ্যগত সুরক্ষা চেয়ে রিট করেন আইনজীবী শিশির মনির। এতে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়। গত ১৭ মে ই-মেইলের মাধ্যমে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল বেঞ্চে এ রিট দায়ের করা হয়।
শিশির মনির বলেন, ‘রিটে দেশের সকল কারাগারে কারাবন্দি ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশনা চাওয়া হয়েছে। বিশ^ স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কী কী প্রস্তুতি ও পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে তা-ও আদালতকে জানানোর জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।’