তাড়ািইল (কিশোরগন্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের সাররং গ্রামে অবস্থিত নূর অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৭মার্চ) বেলা ১১টায় যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে উক্ত কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারকের দ্বায়িত্ব পালন করেন, বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট লেখক ছাদেকুর রহমান,ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: তাড়াইল এজেন্ট শাখার পরিচালক নুরে আলম সিদ্দিকি,বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যিক কৃষ্ণ রায়, রাহুল বিশ্বাস প্রমূখ।
নূর অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান সাকি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থী অংশ নেয়।উক্ত প্রতিযোগীতায় প্রতিবন্ধী রমজান মিয়া সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী হলেও একটু যত্ন নিলে তারাও দেশের বোঝা না হয়ে সম্পদে পরিনত হবে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।