দৈনিক প্রত্যয় ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে করোনায় আক্রান্ত (ঢাকাফেরত) একজন রোগী পালিয়ে গেছেন। তবে তার করোনা শনাক্তের পর থেকে তৎপর রয়েছে পুলিশ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ বছরের ওই পুরুষ একজন পোশাক কারখানার শ্রমিক। এখন তিনি ঢাকায় অবস্থান করছেন।
এর আগে ঢাকাফেরত ওই ব্যক্তি ঈদের আগেই তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে আসেন। তিনি বাড়িতে আসার পরেই উপজেলা প্রশাসন খবর পেয়ে তার বাড়ি লকডাউন করে দেয়। পরে ২৮ মে (বৃহস্পতিবার) ওই ব্যক্তিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।
৩১ মে (রোববার) রাতে তার একার রিপোর্ট পজিটিভ আসে। তবে করোনা পজিটিভ খবর আসার আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়। রোববার রাতে স্থানীয় প্রশাসন তাকে খুঁজতে গিয়ে দেখে তিনি বাড়িতে নেই। পরে পরিবারের লোকজনও বলতে না পারায় খোঁজ শুরু হয় পুলিশের। পুলিশের পক্ষ থেকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন এবং তার অবস্থান সম্পর্কে আইইডিসিআরের হটলাইনে ফোন করে জানিয়েছেন বলে পুলিশ জানান।
এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, আমরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে চিকিৎসাসহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।
ডিপিআর/ জাহিরুল মিলন