নরসিংদী প্রতিনিধি : বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীস্থ কান্দাইল বাসস্ট্যান্ডে বাস চাপায় এক ব্যক্তি নিহত হবার খবর পাওয়া গেছে।
স্থানীয়সূত্রে জানাযায়, ঢাকা হতে আগত নরসিংদীমুখি একটি বাস কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রী উঠা-নামানোর জন্য থামা অবস্থায় একই দিক হতে আগত দ্রুতগামী অপর একটি ভৈরবগামী বাস থেমে থাকা বাসটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক( নরসিংদী – ঢাকা) হতে আগত একটি বাসের মুখোমুখি হয়। ফলে ওভারটেককারী বাসটি ডাবল ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিমপার্শ্বের পথচারী চলাচলের রাস্তায়(মাটির রাস্তায়) নেমে সেখানে পূর্ব হতে গাড়ির অপেক্ষমান থাকা এক যাত্রীকে চাপা দিয়ে গাড়িটি চলে যায়। ফলে ঘটনাস্থলেই লোকটি মারা যায়।
তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যে জানাযায়, নিহতের নাম মজিবুর রহমান(৫০) এবং বাড়ি কান্দাইল গ্রামের মাইজ পাড়া বড় মসজিদের পাশে। তিনি পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের আড়াই হাজারের পাঁচরূখী বাজারের একটি ব্যাংকে নিরাপত্বাকর্মী হিসেবে কাজ করতেন। এবং ঘটনার সময় তিনি কর্মস্থলে যাবার জন্য গাড়ীর অপেক্ষমান ছিলেন।
এদিকে, এঘটনার খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজারে স্থানীয় জনতা বাসটিকে চালকসহ আটক করে।
উল্লেখ্য যে, অফিস সময় হওয়ায় এসময় অনেক যাত্রী বাসস্ট্যান্ডটিতে গাড়ীর অপেক্ষমান ছিলো এবং দ্রুতগতিতে ওভারটেক করার সময় রাস্তায় গাড়ির অপেক্ষমান অন্যসব লোক সরে গিয়ে নিজেদের বাঁচাতে সক্ষম হলেও নিহত লোকটি সরে যেতে পারেনি।