সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে মোংলায় তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মোংলা পৌর শহরের ২নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ’র সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) সংগীতা পাল’র সঞ্চালনায় ও মোংলা পোর্ট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে উঠান বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘মোংলা তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
আজকের উঠান বৈঠকের মুল বিষয় ছিল গ্রামীন মহিলাদের তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা সম্পর্কিত মুক্ত আলোচনা ও জন্ম মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং এ সম্পর্কিত সেবা কি প্রক্রিয়ায় কোথা হতে পাওয়া যাবে সে সম্পর্কিত মুক্ত আলোচনা। এসময় তথ্য কেন্দ্রের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য কেন্দ্রের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এক কোটি ১৪ লাখ সেবা গ্রহীতা তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা গ্রহণ করেছে। তার মধ্যে মোংলা তথ্য কেন্দ্র হতে ২৭ হাজার ১৮৫ জন সেবা গ্রহিতা তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা গ্রহণ করেছে। মোংলা তথ্য কেন্দ্রে এ পর্যন্ত ৭০ টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।