বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর বনানী ২ নাম্বার রোড। সড়কটির একটি অংশ তলিয়ে রয়েছে ম্যানহোলের ময়লা পানিতে। জমে থাকা ময়লা পানি মাড়িয়ে আশপাশের বাসিন্দাদের চলাচল করতে হয়। ম্যানহোলের উপচে ওঠা পানি গড়িয়ে রাস্তায় ছড়িয়ে পড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা হলেও নজরদারি নেই কারও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও সমস্যার সমাধান হয়নি।
সরেজমিন দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের আওতাধীন বনানী ২ নাম্বার রোডের ১৪ নাম্বার বাড়ির সামনে থেকে বায়তুন নূর জামে মসজিদ পর্যন্ত অংশটি পানিতে তলিয়ে রয়েছে। সড়কের উপরিভাগ ঠিকঠাক, তবে তার ওপরেই জমে আছে ম্যানহোল দিয়ে বের হওয়া ময়লা পানি। নোংড়া ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়েই এই এলাকার বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বনানী ২ নাম্বার রোডের বাসিন্দা আব্দুল হালিম জানান, রাস্তার বেহাল অবস্থা। অনেক দিন যাবত কোন ব্যবস্থা নেয়া হয়না। ব্যবস্থা নিলেও কোন রকম ভাবে করা হয় যা ২ দিনের মধ্যেই আবার যেই সেই। সাধারণ মানুষের নামাজে আসা-যাওয়া চলাচল করা কঠিন হয়ে পড়ছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের স্থানীয় একটি বাড়ি মালিক বলেন, গত কয়েকমাস ধরে এই রাস্তায় ড্রেনের ময়লা পানি জমে থাকে। যেই ড্রেন দিয়ে পানি যাবে সেই ড্রেনের পানি রাস্তায় চলে আসে। সংস্কার করার জন্য সিটি করপোরেশনও আসেনা, ওয়াসাও আসেনা। ভোগান্তি পোহাচ্ছি আমরা।
দ্রুতসময়ের মধ্যে ড্রেন সংস্কার করে ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান স্থানীয়রা।