রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ বাবার ইচ্ছা পূরণে এক টাকায় রোগী দেখেন ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেল। বাবার ইচ্ছায় গত ৮ জানুয়ারি রোববার থেকে এক টাকা ভিজিটে রোগী দেখছেন এই নারী চিকিৎসক। তিনি ২০২০ সালে এমবিবিএস পাস করেছেন। তিনি জানান এভাবে বাবার স্বপ্ন পূরণ করতে পেরে তিনি খুশি।
বর্তমান বাজারে যখন নিত্যপণ্যের মূল্য আকাশ ছোঁয়া, ঠিক সেই সময়ে এক টাকায় মিলছে চিকিৎসা সেবা। আশ্চর্যজনক ও অবিশ্বাস্য মনে হলেও রাজশাহীতে এক টাকার ভিজিটের মাধ্যমে মিলছে চিকিৎসা। রোগীদেরকে প্রয়োজনীয় সময় দিয়ে সমস্যা ও অসুবিধার বিবরণ জেনে প্রেসক্রিপশনের পাশাপাশি পরামর্শও দিচ্ছেন এই নারী চিকিৎসক।
ডাঃ সুমাইয়ার চেম্বার এর ঠিকানাঃ মনিচত্বর, শিবগঞ্জ সুইটস এর পশ্চিম পাশে, রাজশাহী। সেখানে তিনি প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত (শনি-বৃহস্পতিবার) নিয়মিত রোগী দেখছেন।
জানতে চাইলে সুমাইয়া বিনতে মোজাম্মেল জানান, “মূলত আমার বাবার ইচ্ছে ছিল যে আমি যেন জনসেবামূলক কিছু একটা করি। ফ্রিতে মানুষের ট্রিটমেন্ট দেওয়া বা এরকম কিছু করাতে চেয়েছিলেন তিনি। সে ইচ্ছাতেই আমি জনসেবামূলক এই কাজটি শুরু করেছি। যতদিন আল্লাহর রহমতে বেঁচে থাকি ততদিন এভাবে সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।”
ভিজিট মাত্র এক টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সুমাইয়া জানান, তার দি ফাইভ ফাউন্ডেশন’ নামে একটা অর্গানাইজেশন আছে। সেই করোনার সময় থেকেই সংগঠনটির কার্যক্রম শুরু করেছিলেন তিনি। তারা মূলত সেখানে মানুষের পাঁচটি মৌলিক চাহিদা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) নিয়ে কাজ করে থাকে। এছাড়াও শীতে শীতার্তদের শীতবস্ত্র প্রদান, অসহায়দের অর্থ সহায়তা দিয়ে ছোট ব্যবসা বা কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ এমন জনসেবামূলক কাজ তারা নিয়মিত করেন। তাদের সংগঠন ইতোমধ্যে একটি এতিম বাচ্চার ভরণপোষণ এর দ্বায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি। সেজন্য ওই সংগঠনের আয় হিসেবে এই এক টাকা নেওয়া হচ্ছে।