স্পোর্টস ডেস্ক: উচ্চতা এবং বলের গতি দিয়ে আগমনী বার্তা দিয়েছেন পাকিস্তানের ২০ বছর বয়সী ডানহাতি পেসার ইহসানুল্লাহ। জাতীয় দলের জার্সিতে একটি ওয়ানডে এবং চারটি টি-২০ খেলেছেন তিনি। নজর কাড়ার মতো এখনও তেমন কিছু করতে পারেননি ছয় ফিট পাঁচ ইঞ্চি উচ্চতার এই পেসার। তবে বলের গতি দেখাতে সক্ষম হয়েছেন। এরই মধ্যে ১৫৫ কিলোমিটার গতিতে বোলিং করেছেন তিনি।
পিএসএলে মুলতান সুলতানসে খেলা পাকিস্তানের এই পেসার জানিয়েছেন, তার বর্তমান লক্ষ্য ১৫৭ কিলোমিটার বেগে বোলিং করে উমরান মালিকের রেকর্ড ভাঙা। এরপর শোয়েব আখতারের সর্বোচ্চ গতিতে বোলিং করার রেকর্ডও ভাঙতে চান তিনি।
এছাড়া ভারতীয় পেসার বিরাট কোহলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন এই তরুণ। তার উইকেট নিতে চান বলেও জানিয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান ক্রিকেটকে ইহসানুল্লাহ বলেছেন, ‘আমি ১৬০ কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ড ভাঙার চেষ্টা করবো।’
তিনি বলেছেন, ‘এখান থেকে আমি পাকিস্তানের জাতীয় দলে নিয়মিত হতে চাইবো। পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেলে বিরাট কোহলির উইকেট নিতে চাইবো। এটা আমার স্বপ্ন। এখন পর্যন্ত আমার পছন্দের উইকেট জেসন রয় ও বাবর আজম।’