নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শীর্ষ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলাকালীন অবস্থায় দেশ ছাড়তে পারবেন না হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকতা, পরিচালকসহ ৪ জন।
গত ২৭ মে ইউনাইটেড হাসপাতাল চত্বরে করোনা রোগীদের চিকিৎসার জন্য তাঁবু টাঙিয়ে স্থাপন করা অস্থায়ী ইউনিটে আগুনে লেগে চিকিৎসাধীন ভারনন এ্যান্থনী (৭৪), মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫) নামে ৫ জন প্রাণ হারান।
এই ঘটনায় গত ৩ জুন ভারনন এ্যান্থনীর জামাতা রোনাল্ড মিকি গোমেজ ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, সংশ্লিষ্ট চিকিৎসক-নার্স, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবহেলাজনিত ও তাচ্ছিল্যপূর্ণ কাজের কারণে রোগীদের মৃত্যুর অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।
গত ১১ জুন দাখিল করা পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, অগ্নিকান্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি ছিল।
এর আগে ১০ জুন একই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনেও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির তথ্য উঠে আসে।