বিনোদন প্রতিবেদক : লন্ডনের রয়েল রিজেন্সি হল কানায় কানায় পরিপূর্ন হয়ে গিয়েছিলো সন্ধ্যা নামার সাথে সাথে হাজার হাজার বাংগালি অবাংগালী সবাই একসাথে এত সুশৃংখলভাবে অনুষ্ঠান এর আগে লন্ডনে কোনদিন হয়েছে কি না সন্দেহ আছে।মোহাম্মদ দ্বীপ আমাদেরকে মুঠো ফোনে জানান এ যেন এক টুকরো বাংলাদেশে পরিনত হয়েছিলাম।
হৃদয়ে আমার বাংলাদেশ নামটি আজ স্বার্থক হয়েছে। এত সুন্দর আয়োজনের মধ্য আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপের শাহ্ আব্দুল করিমের গানের সাথে নৃত্য পরিবেশনা ছিল চমৎকার । কোন মিস্তিরী নাও বানাইলো কেমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুরপংখী নায়। লোকসংগীতের গানের সাথে লোকনৃত্য উপস্হিত দর্শকদের হৃদয় ছুয়েঁ গিয়েছিলো বলে সবাই তাকে বলেছে।
হৃদয় আমার বাংলাদেশের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় মতিন ভাইয়া ও তাঁর সহধর্মিনী মিসেস মতিন তাকে স্পেশাল ধন্যবাদ দিয়েছেন।মোহাম্মদ দ্বীপ খুবই কৃতজ্ঞ তাদের কাছে তারা তাকে অনুষ্ঠানে নৃত্য করার সুযোগ করে দিয়েছে।
মোহাম্মদ দ্বীপ আরো বলেন মতিন ভাইয়া ও তাঁর সহধর্মিনীর ব্যবহারে তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
লন্ডনের সকল পেশাজীবি মানুষের উপস্হিতি অনুষ্ঠানের মান আরো উন্নত হয়েছিল।উপস্হাপনা ছিলো খুবই মনোমুগ্ধকর ।উপস্হাপনায় ছিলেন মন্জুরী মন্ডল, তামান্না মির্জা ও প্রমুখ।
মোহাম্মদ দ্বীপ আয়োজকদের অসংখ্য ধন্যবাদ দিয়েছেন ও হৃদয়ে আমার বাংলাদেশ সংগঠনের আরো সাফল্যে কামনা করছেন।