বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। আর এর ভুক্তভোগীদের বড় অংশই নারী ও শিশু।
এছাড়া বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অঙ্গচ্ছেদের শিকার যারা হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।
বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বিবৃতিতে বলা হয়, “এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে”। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।
এছাড়া প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।