প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সমবায় মার্কেটের আড়ত সহ শহরের কয়েকটি কাচাবাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ পৃথক পৃথক ঘটনায় ৫ ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করেন।
মঙ্গলবার সকালে ঠাকুরগাও শহরের গোবিন্দনগর সমবায় মার্কেটের কাঁচা বাজারের আড়ত সহ আশেপাশের বাজারে হঠাৎ করে পেয়াজের সংকট সৃৃষ্টি করে ৫০ টাকার পেয়াজ ৮০ টাকায় বিক্রি শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন গোবিন্দনগর কাচামালের আড়তে অভিযান চালায়। এ সময় সমবায় মার্কেটের পেয়াজ ব্যবসায়ী মেসার্স আল আমিন ট্রেডার্সে মালিক আব্দুল জব্বার ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির প্রমান পাওয়া যায়। ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ।
অপরদিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও বড়মাঠের কাচামালের আড়তে অভিয়ান চালায় সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ । তিনি পেঁয়াজের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাঁচাবাজার পরিদর্শন করেন এবং আড়তদারদের ইনভয়েস পরীক্ষা করেন, তাদের আগের মূল্যে কেনা ও মজুদ রাখা পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করতে নির্দেশনা দেন। এ সময় বেশিদামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করেন। সেইসাথে প্রত্যেকটি আড়তে ন্যায্য মূল্যের তালিকা টানানোর নির্দেশনা দেয়া হয়।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব