নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের সাতমাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ জেলা কমিটির সভাপতি প্রফেসর ছায়ফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম. সোলায়মান হোসেনের স ালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড.নুর আলম জিকু, প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার সাহা ও ফখরুল মূলক, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সরকার, বগুড়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি ড. প্রণবানন্দ সাহা ও সাধারণ সম্পাদক ড. মনসুর রহমান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ইউনিটের সভাপতি আবু হেন মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এসময় বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নপূর্বক দেশে একটি গণমূখী, বিজ্ঞানসম্মত, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।