কবিতাঃ ভালোবাসি
-তন্ময় দত্ত মিশু
ঠিক যতটা কাছে গেলে আর যাওয়ার প্রয়োজন হয় না,
আমি ঠিক ততটা কাছেই গিয়েছিলাম।
আলতো করে তার হাত ছুয়ে, নিরুদ্দেশ হব ভেবেছিলাম।
সে বুঝে নেয় আমার অন্তরের কথা,
ধরে ফেলে আমার হাত,খুব শক্ত করে,
আমি স্তব্দ হয়ে দাঁড়িয়েছিলাম।
না জানি কত মহূর্ত পেরেয়েছিল,
দুজন দুজনার চোখে তাকিয়ে অজানা এক মোহে ডুবেছিলাম।
যে আমার ইচ্ছা ছিল তাকে ছেড়ে যাওয়ার
সে আমিই চাচ্ছি এ মোহ যাতে কখনো না ভাঙ্গুগ।
সে বলে উঠল,
এমন করে কি পুরো জীবন পার করে দেওয়া যায় না?
নির্বাক দাড়িয়ে রইলাম আমি বললাম না কিছুই।
সে এবারো আমার মনের কথা পড়ে নিল।বলল,
যদি থাকতে চাও আমার সাথে তবে কেন এ ছলনা বারবার?
আমার হাত কাপছে, দাঁড়িয়ে থাকার শক্তি নেই আর
আমি মাটিতে পড়ে গেলাম, আর সে পড়ল আমার বুকের উপর,
হৃদস্পন্দন থেমে যাওয়ার আগে চিৎকার করে বললাম,
ভালোবাসি, অনেক ভালোবাসি।