রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি পক্ষে বোর্ড আওতাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী উক্ত প্রকল্পের পাড়াকর্মী ক্যান্সার আক্রান্ত মিজ জ্যোতিকা চাকমার হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ওল্ডলংকর গ্রামের হাদোক পাড়া পাড়াকেন্দ্রের একজন দক্ষ পাড়াকর্মী মিজ জ্যোতিকা চাকমা। বাঘাইছড়ি উপজেলা হতে ৪ ঘন্টা নৌপথে এবং ৪ ঘন্টা পায়ে হেঁটে উক্ত গ্রামে পৌঁছতে হয়। দুর্গম এই গ্রামে একমাত্র পাড়াকেন্দ্রের মাধ্যমেই বিভিন্ন সামাজিক সেবা পৌঁছানো হয়। আর এই কঠিন কাজটিই করে আসছিলেন পাড়াকর্মী মিজ জ্যোতিকা চাকমা।
কিন্তু মিজ জ্যোতিকা চাকমা অসুস্থ হলে শারীরিক পরীক্ষায় জানা যায়, তিনি অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা নামে একটি জটিল টিউমার হতে ক্যান্সার আক্রান্ত হয়েছেন। এমতাবস্থায়, তার চিকিৎসার্থে ৫০ হাজার টাকার তাৎক্ষনিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।