নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে ধীরগতি দেখা দিয়েছে।
এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা দেয়া। তবে সকাল সাড়ে ১০টার পর বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে কমে সূচকের উত্থান প্রবণতা। এতে আধাঘণ্টার মধ্যে ৩০ পয়েন্ট বেড়ে যাওয়া ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টার লেনদেন শেষে মাত্র ৪ পয়েন্ট বাড়ে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ বেড়েছে দশমিক ৪৬ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮১টির। আর ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন অংশ নেওয়া ১৪৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।