প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ : নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিযোগিতা ঠেকানো যাচ্ছে না। অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন করায় আবারো দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাওঁ সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পয়গামের ঘাট নামক এলাকায় রতন রায় ও সোবাহান আলী নামে ২জনকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন উপরোক্ত দন্ডে দন্ডিত করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা প্রফুল্ল চন্দ্র রায়ের ছেলে রতন রায় (৩৩) ও মো: হাসেরুল ইসলামের ছেলে সোবহান আলী (২০)।
এসময় দুটি বালুসহ ট্রলী আটক করা হয়। পরে আটককৃত ট্রলি (বালুসহ) দুটি জব্দ দেখিয়ে তা স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় প্রদান করা হয়। এরপুর্বে গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন আকচা ইউনিয়নের টাঙ্গন নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে সম্ভু নাথ বর্মন নামে এক যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব