প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মাতৃগাও গুচ্ছগ্রামের সম্প্রসারিত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে রাখা বালু জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সরজমিনে অভিযান চালিয়ে বালু মজুদ কারীকে না পেয়ে মজুদকৃত বালু জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় প্রদান করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মাতৃগাঁও এলাকায় একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন যাবত নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার ও মোহাম্মদপুর ইউনিয়নের বিট পুলিশ এস আই বাবুল হোসেন ফোর্স সহ সেখানে উপস্থিত হন।
এ সময় ভ্রাম্যমান আদালত কাউকে না পেয়ে স্থানীয় জনসাধারণের কাছে জিজ্ঞাসা করে জানতে পান যে, শাহিনুর রহমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। উপজেলা নির্বাহী অফিসার মজুদকৃত বালুর মালিক না পেয়ে উত্তোলিত বালু জব্দ করেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ এর কাছে জিম্মায় প্রদান করেন। কেউ যেন জোরপূবর্ক মজুদকৃত বালু নিয়ে যেতে না পারে সেজন্য লাল পতাকা স্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান,অতি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী মজুদকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব