বিশেষ সংবাদদাতা,কলকাতা:
সারা পৃথিবী যখন করোনার বিরুদ্ধে লড়ছে, দুনিয়া জুড়ে যখন থমকে গিয়েছে স্বাভাবিক জনজীবন, তখন ব্যতিক্রমী সংবাদে যেন কিছুটা দক্ষিণী বাতাসের সুবাস পেল বাঙালি। লকডাউনের মাঝেও খবর এল, সেরা খাবারের সিনেমার তালিকায় রাখার জন্য এশিয়ান ফুড ফিল্ম ২৫টি সিনেমাকে নির্বাচিত করেছে। এই ২৫টি সিনেমার প্রতিটিই তৈরি হয়েছে রকমারি খাবারের গল্প নিয়ে। সেই তালিকায় স্থান পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা ‘আহা রে’।
‘আহা রে’ সিনেমাটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও বাংলাদেশের আরিফিন শুভ, কলকাতার দীপঙ্কর দে, অমৃতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমাটি সেরা এশীয় খাবারের সিনেমার তালিকায় স্থান পাওয়ায় খুশি পরিচালক রঞ্জন ঘোষ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘অ্যাম লি–র ‘ইট ড্রিঙ্ক ম্যান উওম্যান’ এবং ‘টামপোপো’র মতো আন্তর্জাতিক মানের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ‘আহা রে’ এই স্বীকৃতি আদায় করে নিয়েছে। এটা খুবই আনন্দের ব্যাপার।
স্বপ্নেও ভাবিনি ওই তালিকায় আমার সিনেমাও জায়গা পাবে।’ ‘আহা রে’ রঞ্জন ঘোষের তৃতীয় সিনেমা। এর আগে তিনি ‘হৃদ মাঝারে’, ‘রং বেরঙের কড়ি’ সিনেমা দুটি পরিচালনা করেছেন। উচ্ছ্বসিত প্রযোজক ঋতুপর্ণাও। তিনি বলেছেন, ‘এটা নিশ্চয়ই দারুণ একটা খবর। তবে খবরটা এমন সময় পেলাম, যে সময়টা মোটেও ভালো নয়। তাই এই আনন্দ যে ভাবে উপভোগ করতে পারতাম, তা হয়তো পারব না। তবু যাঁরা আমার সিনেমা দেখতে ভালবাসেন, তাঁরা আশা করি এই খবরে খুশিই হবেন।’