দৈনিক প্রত্যয় ডেস্কঃ সারা বিশ্বে চলছে করোনা মহামারির সঙ্গে লড়াই। তাই এখন মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক। এমন অবস্থায় নাকি পৃথিবীর দিকে ছুটে আসছে একটা আস্ত গ্রহাণু, যার নাকি মুখে বাঁধা মাস্ক। বুধবার ভোর ৫টা ৫৬ মিনিটে পৃথিবীর পাশ দিয়ে যাবে এটি।
সম্প্রতি মহাকাশবিদদের হাতে উঠে এসেছে সেই ছবি। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার চওড়া এই গ্রহাণু মাউন্ট এভারেস্টের অর্ধেক। ১৯৯৮ সালে প্রথম এই গ্রহাণুটি আবিষ্কার করা হয়েছিল। মহাকাশ মহাকাশবিদরা জানিয়েছেন এই গ্রহাণুটির ভৌগোলিক বৈশিষ্ট্য এমনই যাতে দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পরানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মতো চড়াই-উৎরাইতে ভরা। আর সেই জন্যই এমন চেহারা তৈরি হয়েছে।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন