স্পোর্টস ডেস্ক : করোনা বিপর্যস্ত জনজীবন। এমন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের শীর্ষ ক্রিকেট তারকারা। যাদেরই একজন তামিম ইকবাল। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ক্রিকেটারদের সম্মিলিত ফান্ডে বেতন প্রদান, এক অ্যাথলেটকে ৩ মাসের খরচ, ক্রিকেটার নাজমুল হোসেন অপুর দরিদ্র মানুষের সহায়তার কর্মকাণ্ডে অনুদান, ‘একজন বাংলাদেশ’ হিসেবে খ্যাতি পাওয়া নাফিসা খানের মাধ্যমে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছেন।
এবার আর্থিকভাবে অস্বচ্ছল বিভিন্ন ইভেন্টের ৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়ালেন তামিম। পর্যাপ্ত খোঁজখবর নিয়ে এসব খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছেন তিনি। তাঁদের দিকে এবার সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। কারণটাও খুব স্পষ্ট। ক্রিকেট-ফুটবল ব্যতীত দেশের অন্যান্য ইভেন্টের ক্রীড়াবিধদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না।
তবে তামিম ক্রিকেট-ফুটবলকে অন্তর্ভুক্ত করেই বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদদের মধ্যে বেশি অচলাবস্থাদের তালিকা করেছেন। যাদেরকে এককালীন একটি আর্থিক সহায়তা দিচ্ছেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসব ক্রীড়াবিদদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই অর্থ। করোনা দুর্যোগের সময়ে আরও একবার নিজের এমন উদার মানসিকতার পরিচয় দিলেন এই তারকা।